এ্যামিটার (Ammeter), Clip on meter কাকে বলে।মিটার সংযোগ করার উপয়া।
Clip on Meter কাকে বলে
উত্তরঃ যে মিটার এর সাহায্যে কনো লাইন এর তার বা ক্যাবল না কেটে কারেন্ট এবং সাধারন মিটার এর মতো ভোল্টেজ ও রেজিষ্ট্যান্স পরিমাপ করা হয় তাকে ক্লিপ ওন মিটার বলে।
Clip on meter এর বিভিন্ন অংশ সমূহঃ
★দাগ কাটা স্কেল (π-m,A-m,V-m)
★পয়েন্টার জিরো এ্যাডজাস্ট স্ক্রু
★পয়েন্টার লক
★সিলেক্টর সুইচ
*ওহম টার্মিনাল
*ভোল্টেজ টার্মিনাল
*কমন টার্মিনাল
*পজেটিভ কর্ড
*নেগেটিভ কর্ড
এ্যামিটার (Ammeter) কাকে বলে
যে যন্ত্রের সাহায্যে সরবরাহ লাইনের তড়িৎ প্রবাহ বা কারেন্ট সরাসরি পরিমাপ করা হয় তাকে এ্যামিটার বলে।
পরিমাপ করার নিয়ম
কয়েল এর রোধ খুব কম।এই মিটার কে লাইন এর সাথে সিরিজ এ সংযোগ করা হয় ফলে পুরো লাইন কারেন্ট মিটার এর কয়েল দিয়ে প্রবাহিত হয়।এই মিটার সার্কিটের সম্পুর্ন লোড বহন করে তাই এর কয়েল মোট হওয়া প্রোয়োজন।এ্যামিটার কোয়েল এর রেজিষ্ট্যান্স খুব কম হওয়া দরকার তা না হলে কারেন্ট প্রবাহের সময় মিটারে এতো বেশি ভোল্টেজ ড্রপ বা তড়িৎ চাপের পতন হয় যে লোড সার্কিটের নির্দিষ্ট তড়িৎ চাপ অপেক্ষা অনেক কম ভোল্টেজ সরবরাহ পাবে।তখন লোড ঠিক মতো চলবে না বা ঠিক মতো কাজ করবে না।আর ভোল্টেজ কমে গেলে তার মধ্য দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে ফলে লোড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।এ্যামিটার লোডের সাথে সংযোগ এর সময় এটিকে অবশ্যই লক্ষ সিরিজে সংযোগ করতে হবে।প্যারালাল এ সংযোগ করলে এটি সর্ট সার্কিট এর মতো আচরন করবে কারন এর কোয়েল মোটা এবং রেজিষ্ট্যান্স অনেক কম।বাজারে বিভিন্ন রেন্জের এ্যামিটার পাওয়া যায়।সার্কিটের কারেন্ট এর পরিমান আন্দাজ করেই সঠিক রেন্জের মিটার ব্যাবহার করা হয়।সার্কিটে যত কারেন্ট প্রবাহিত হয় তার চেয়ে একটু বেশি রেন্জের মিটার ব্যাবহার করা হয়।সাধারনত মাইক্রো এম্পিয়ার থেকে শুরু করে কয়েক শত এ্যাম্পিয়ার রেন্জের মিটার বাজারে পাওয়া জায়।একই মিটার এ কয়েক কারেন্ট রেন্জের পরিমাপও ব্যাবস্থা থাকে কিছু মিটার এ।এক্ষেত্রে মিটারের নবকে সিলেক্ট করলেই হবে।
এ্যামিটার এর শ্রেনিবিভাগ
এ্যামিটার সাধারনত ৪ প্রকার
★মুভিং আয়রন টাইপ (AC/DC উভয় ক্ষত্রে ব্যাবহার করা যায়)
★মুভিং কয়েল টাইপ
★হট্ ওয়্যার টাইপ
★ইন্ডাকশন টাইপ ( শুধু AC তে ব্যাবহার করা হয়)
★ডিজিটাল এ্যামিটার
আজকের পোষ্ট এ পর্যন্ত আশা করি মিটার সম্পর্কে যান্তে পেরেছেন নতুন কনো বিষয়ে যান্তে চাইলে কমেন্ট করে যানাবেন।
0 Response to "এ্যামিটার (Ammeter), Clip on meter কাকে বলে।মিটার সংযোগ করার উপয়া।"
Post a Comment